নীল নীল আকাশে
পুঞ্জ পুঞ্জ মেঘ ভাসে,
সাদা মেঘে জল থাকে না।
পাখিরা চঞ্চল হয়ে
শস্য দানা খুঁজে মরে
পাকা দানা পায় না।
ও বাদল তুই ছায়া দিয়ে যা
রৌদ্র তাপে ফাটা মাঠে
একটু শীতল করে যা।
ক্ষেত হল রৌদ্রে ফাটা
নদী জল মাঙ্গে ঝুঠা,
মাছ সব মরে যায়
কারো‌ কিছু করবার থাকে না।
জল বিনা শস্য হয় না
লোক ভুখা পেট শুতে পারে না,
ধরিত্রী মাতা কাঁদে
সন্তানের জঠর জ্বালায়;
লোক মেঘ রাজাকে পূজা করে
জলের আশায়।
ঈশ্বর জল দে জল দে রে তুই
তোর মহিমায়।