জগতের সব আনন্দ
আমার গানে মিশবে
আমি তখন গাইব প্রভু
আপন মনে তোমার সুরে।
যে আনন্দে ফুল সুন্দর
হয়ে ফোটে;
প্রজাপতি ফুলের মধু খায়
যে আনন্দে মা শিশুর মুখে
খাদ্য তুলে দেয়;
সে আনন্দ আসবে তোমার
গানের সুরে ভুবন ভোলায়।
সে গান তোমার ছড়িয়ে পড়ূক
উর্ধে আকাশে
ভাসুক সে গানের আনন্দ
পৃথ্বী জূড়ে।
আসবে সে আনন্দ দুঃখে সুখে
আসবে দুঃখ বেদনার রক্ত শতদলে।