হুঁশিয়ার!খবরদার!
দানবের মন্ত্র বিশ্বে ছেয়েছে
অশান্তি রয়েছে সীমা পার।
দিকে দিকে যেন আগুন লেগেছে
শান্তি কোথাও নাই  ;
দ্রব‍্যমূল‍্য বৃদ্ধি পাচ্ছে
বাজারে স্থিরতা নাই।
লোডের হিংসার বাড়ন্ত কালে
বিশ্বে যুদ্ধ লেগেছে ;
তাই পেট্রোল ডিজেলে
আকাল পড়েছে
যানবাহনে চড়া দাম লেগেছে।
বিশ্বজুড়ে হাহাকারে মানুষ দগ্ধ হল
সাংসারিক মানুষ মানসিক চাপে
কি হবে এবার কি হল।
তাই হুঁশিয়ার খবরদার
কালোবাজারী বন্ধ কর;
সংসার যেন মরুভূমি হল
প্রচণ্ড চাপ সবাকার।
তাই এখন দৈবশক্তির দরকার
দেবতার বরে সব শান্ত হবে
আশীর্বাদে হবে সবে পার।