এল যেন স্বপ্নের রাত
চাঁদের মাধুরী নিয়ে,
বাতাস কি বলে যায়
অজানা বার্তা দিয়ে।
এল চাঁদ রূপের আলো ছড়িয়ে
উদ্ভাসিত হলো ধরণী
উজ্জল হলো প্রতি কণা
সে পরশ পেয়ে।
ভালো লাগে চাঁদের আলো
ঘুমন্ত গ্রহতারা
বুঝতে পারি না ওদের ভাষা
অনিন্দ‍্য রূপ অনন্ত ভালোবাসা।
সবাইকার আঙিনায়
কত স্বপ্ন আসে যায়
নৈসর্গিক ভালোবাসায়
চাঁদনি কি বলে যায়।
বুঝি বুঝি না তবু
চাঁদকে ভালোবেসে
নতুন করে জড়িয়ে পড়ি
জীবনের হিজিবিজি লেখায়।