আমি এক জোকার
নিজের ছেলেকে বাঁচাতে পারিনি
নেই কোন অহংকার।
আঁধারে যখন মেঘ তেড়ে আসে
বৃষ্টির শেষ হয় না ;
নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে
শ্বাস যখন খুঁজে পাই না।
তখন ডাকি রাজারে আমার
রাজার আশ্রয় পাই না।
ও যে আমার রাজা ছিল
বপদে আপদে আমার সম্বল
কোথায় গেল সে রাজা আমার
তাই আমি অসহায় পরিত্যক্ত
হীনবল।