তখন ভোর হল
আঁধারের পর্দা তখনো গুটানো হয়নি
পাখিদের ভজন শোনা যায়নি,
শুধু আমার ঘুম পাতলা হলো।
জীবন যেন ঘুমের দেশ থেকে ফিরে এল
স্বপ্নের দেশে আমি যেন জীবন্ত ছিলাম।
যারা ছেড়ে গিয়েছিল তারাও ফিরে এল
আনন্দে সময় কাটছিলো।
তারপর সূর্যের স্বর্ণরেখা দেখা দিল
বাবুরা খুশিতে কাজের দেশে বেরোল,
প্রখর বয়লারে আগুন জ্বলছিল
লিফ্টে খনিক ওঠানামা করছিল।
হঠাৎ ঈশান কোনে প্রবল বৃষ্টি এল
সে বৃষ্টিতে সব ঢাকা পড়ে গেল
বয়লারের আগুননিবেগল।
চব্বিশ ঘন্টা পরে বৃষ্টি থামল
বয়লার চালূ হতে আর ওআট ঘণ্টা লাগল
শ্রমিক রা অশেষ কষ্ট পেল।