ভালোবাসার কত আলো
সব কিছুই লাগছে ভালো ;
জীবনটা মিথ্যে সাজাতে
হাসতে থাকো জীবন্ত থেকো।
দুঃখ আসবে আসুক না
মন ভালো নেই বোল না ;
হাসির কথায় ভুলো না
জীবনের অনেকটাই ফাঁকি
সে কথাটি ভুলো না।
মনটা যদি কাঁদতে থাকে
হাসির তুফান বইয়ে দাও;
লোকে জানবে হাসির মানুষ
হাসির ফোয়ারা ছুটিয়ে দাও।
জীবনটা ত সবই ফাঁকি
একটুখানি আছে বাকী ;
মিথ্যে আশায় থেকো না
হাসতে হবে হাসতে থাকি।