সন্ধ্যে হয়ে এল
পশ্চিম আকাশ রক্তাভ হল
যেন বাংলাদেশের হানাহানির
আভাস হল।
সারা বিশ্ব অবাক হয়েছে
এতদিন যারা ভাই ছিল
তারাই এখন ভাইকে খুন করছে।
সংখ্যাগরিষ্ট সংখ্যালঘুদের
ধ্বংস করতে চেয়েছে;
দেশমাতা তাই হাহাকার করে
রোদন করেছে।
শ্যামল সবুজ যে ভূমি ছিল
সে ভূমি কণ্টকাকীর্ণ হয়ে গেল।
আগে বন্ধুরা হাতে হাত দিয়ে
গাছের দোলনায় দুলত;
পুকুরে ঝাঁপ দিয়ে
একসঙ্গে সাঁতার কাটত,
স্কুল থেকে ফেরার পথে
কত খুনসুটি করত।
সেদিনের সেই সোনার
দিনগুলো কোথায় গেল,
কোথায় গেল সেদিন
যখন পূজোয় সবাই
একসঙ্গে গান গাইত;
কষ্টের দিনে সবাই মিলে
সে কষ্টের সমাধান খুঁজত।
কোন দানবমন্ত্র সবাইকে
আলাদা করল
ধর্মান্ধ হয়ে
হিন্দু মুসলমান ভেদ করে
হানাহানি করতে থাকল।
।