আমায় কেন ডাক গো আকাশ
কার অনুরাগে
বল কি তোমার সন্দেশ।
ভোরে যখন আঁধার পেরিয়ে
সূর্য হাসে
তখন কেন তুমি হও লজ্জা রাঙা
বল কিসের আশে।
বল আমায় তোমার গোপন কথা
কৃষ্ণচূড়া হাসে
পলাশ বনে রাঙা পলাশ
আছে অনেক আশে।
জীবনপুরের মাঝি কিছু
বলতে পারে না ;
বাতাস জানে তোমার কথা
কিছু বলে না।
বল না গো আকাশ
তোমার কথা বল;
তুমি জিজ্ঞাসার কেন্দ্র বিন্দু
সার কথাটি বল।
কথায় কথায় কখন যেন
সন্ধ্যা হয়ে এল
আঁধার এল ছমছমিয়ে
পশ্চিম আকাশ রাঙা হল।
সূর্য গেল অস্তাচলে
আকাশ শয্যাপাটে
কিছু জানা গেল না
আকাশ কিছু বলল না।