নওজওয়ান নওজওয়ান
সারা বিশ্ব এখন কবরস্থান;
লড়ছে মানুষ প্রাণপণ
লড়ছে যত বীরজওয়ান।
ছূটছে মিসাইল অগ্নিবাণ
চলল অস্ত্র কামান সমান;
ভাসছে জলে যুদ্ধ জাহাজ
তিন লোকে তুলে নেবে তাজ।
উড়ছে দেশগুলোর যুদ্ধনিশান
নতুন অস্ত্র নতুন নিদান।
এ যুদ্ধের শেষ নাই
মরছে মানুষ অন্ত নাই
বাঁচা মরার গিনতি নাই।
হাজার হাজার মানুষ মরবে
অজ্ঞনতার পরিচয় দেবে
দ্বেষ বিদ্বেষ বেড়েই যাবে।
হয়তো লক্ষ লোক মারা যাবে
তবুও কি লোকের জ্ঞানচক্ষু খুলবে?
কি লাভ জিদ করে
ধর্মাধর্ম ভেদ করে
মরলে মানুষ সব খোয়াবে
জীবনটা আর কোথায় পাবে?ঢ