ঝড় উঠেছে যেন ত্রিলোক জুড়ে
প্রবল তার গতি ;
সমুদ্র তরঙ্গ উঠলো ফেঁপে
জীবন কি করে বাঁচাবে মহামতি।
ঝড়ের গতি বাড়ল এবার
কত ঘরবাড়ি ভাঙল
মানুষের দুঃখ অসীম হল
কেউ কি তার সাথী হল?
অগুনতি জীবের প্রাণহানি হল
ঝড়ের প্রকোপ বাড়ল
এখন মানুষের সব সুখ কেড়ে নিল।
ঝড় চলে যাবে
আবার পৃথিবী শান্ত হবে
কিন্তু জীবনের যা ক্ষতি হল
তার পূরণ হবে না
মানুষের দুঃখ লাঘব হবে না।
হে রুদ্রদেব মানুষের সাথী হও
এবার দুঃখ দূর কর
ধর্মের নামে কর্ম করে
আবার মানুষকে সুখী কর।