ঘুম যায় এ ধরা নিশুতি রাতে
আমি একা জেগে রই
তারাদের সাথে;
আঁধার ভুবন বড়ো দুখী মন
নেই কোনো সাথীজন
নিশুতি রাতে
ঘুম পরীকে ডেকে ডেকে
সারা হই বেদনাতে।
ঘুম পরী ত আসে না
ঘুমের কাঠি ছোঁয়ায় না
আঁখিপাতে;
তাই একা একা জেগে রই
তারাদের সাথে।
নিশ্চুপ ধরণী স্তব্ধ রজনী
কাকে ডাকি বল এই রাতে ;
নাই কোনো প্রাণী
সাথ দেবেনা জানি
আমার সাথে।
মনে হয় পৃথিবী থেকে যে
ওঙ্কার ধ্বনি উঠেছে আকাশে
সে আমার সাথী হবে
এই রাতে।
তারাদের আলো উজ্জল হলো
কি বলতে চায় বলল না
তাই হতাশ হয়ে
আমার মনের আঁধার ঘুচল না।
পূব আকাশ এখনো রবির ছোঁয়া
পেল না
ধরার হাসি এখনো এলো না।