রাতের রঙ ফিঁকে হচ্ছিলো
পূবের আকাশে রক্ত রেখা
উজ্জলতর হচ্ছিলো,
তারপর সে রক্ত রেখা
সমস্ত আকাশ ছেয়ে গেল।
সূর্যের তেজে মারক
ক্ষমতা দেখা দিল,
মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেল
সমস্ত পৃথিবী শুষ্কতার আবরনে
ছেয়ে গেল।
জল নাই অগণিত জীব
জলহীনতায় কষ্ট পাচ্ছিল ।
মেঘ নাই কখনো কখনো
দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেলো।
কৃষকের জীবনে হাহাকার এল
তখন বরুণ দেবের দয়া হল
বৃষ্টি যেন জীবন্ত হয়ে উঠল।
ভালো ফসলের আশায়
কৃষকের ঘরে আনন্দের জোয়ার এল
সূর্যের ভীষণ রূপ শান্ত হল।