গানের সুরে কে ডাকে আমায় প্রাণ জুড়ে
মধুর মধুর বাজল বাঁশি সেই সুরে,
বৈরীতার অবসান হোক পৃথিবীতে।
আকাশ তাই শিক্ষা দিল উদার হতে
মনের ময়লা দূর হোক সবার হৃদয় হতে।
সখ্যতার বা়ঁধনে বাঁধা পড়ুক সবে ভালোবেসে
হিংসা দ্বেষ ধর্মান্ধতা মানবতার হানি করে,
শান্তিময়ী শান্তি আনুক পৃথ্বী জুড়ে
মিথ্যে অহংকার দূর করে
বড়ো ছোটোকে সম্মান করে।
স্বর্ণময়ী হবে পৃথিবী স্বর্গের আভাস পেয়ে,
সংকীর্ণতা অসমানতা দূর হবে
মুক্ত বাতাস পেয়ে।
ওগো আকাশ বিরাট তুমি
তোমার বিস্তারের মত উদার হব
ফেলব না কাউকে দূরে
সবার সখা হব।
ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে মোরা
নতুন স্বর্গ গড়ব
নতুন মানুষ গড়ে মোরা
মানবতার পূজা করব।