গাঁয়ে এসেছে গণতন্ত্র
ধনতন্ত্রের মজাতে;
পিয়ো পিয়ো শরাব পিয়ো
বিনা পয়সায় মজাতে।
তারপর যদি গরিষ্ঠ হও
মা জননীর কৃপাতে,
স্ফুর্তি কর স্ফুর্তি কর
যত আছে ধরাতে।
চুরি ডাকাতি ত মালপোয়া
জবরদস্তি ভুমি নেবে ;
পুলিশ ব্যাটা কি করবে
সরকার আছে গরিষ্ঠর সাথে।
এমনি করেই চলুক জীবন
পাঁচ বছরের মেয়াদে
যতপার করে নাও ধন
ভাগ্যটাকে বেঁধে রেখে।
লখিষ্টরা বাক্যহারা
অত্যাচার সইতে হবে ;
পুলিশ তাদের কথা শোনে না
যতই যাও কেস লেখাতে।
ভ্রষ্টাচারের চরম সীমায়
পৌঁছে গেছে গরিষ্ঠ জন;
চাকরি হবে গরিষ্ঠদের
যতই কর না বিদ্যা অর্জন।
যেখানে যত চাকরি বিক্রি
হতে হবে পার্টির লোকজন
কেঁদে ভাসালে কি হবে
এমনি করেই চলবে জীবন।