জানি দেখা হবে গানে গানে
সে গান কে গাইবে
বল তোমা বিনে।
সেদিন মলয় বাতাস বইবে
সূর্য উজ্জল আলো ছড়াবে;
সুললিত রাগে তোমার
মধুর গান ভাসবে।
তখনও কি দেখা হবে?
তোমার সঙ্গীত আমাকে
আচ্ছন্ন করবে
জীবন রঙ খুঁজে পাবে
মন সব কিছু ভুলে যাবে।
আধো অচেতনে তবুও
ভালোবাসব;
শরীরের কথা ভুলব
নৈসর্গিক ভালোবাসায়
সিঞ্চিত সব।
তখন দেখা হবে
হৃদয় উজ্জীবিত হবে
তোমার প্রেরণায়
সব নতুন লাগবে।