যে গান দিয়ে তোমায় খুঁজি
সে গান এখনও হয়নি গাওয়া
যুগ যুগান্তর ধরে ভাসছে সে গান
আমি বধির হয়নি শোনা।
পৃথিবীর সাথে যে বাজনা বাজে
গানের সাথে তার আসা যাওয়া
সেই গানের সুরে জগত নাচে
মিথ্যে তাই চাওয়া পাওয়া
জন্ম মৃত্যু সেই ইশারায়
সুরে সুরে আনন্দ ছড়ায়।
মরণ থাকে মোড়ে মোড়ে
পোশাক নিয়ে দাঁড়িয়ে থাকে
জীর্ণ শীর্ণ দেহখানি মোর
পোশাক বদলায় এক পলকে।
বেদ বেদান্ত বলে মানুষের
আত্মা অবিনশ্বর
পায়নি খুঁজে অনন্তকে।