Happy new year
-----------------
পুরোনো বছর অভ্যর্থনা করল
নতুন বছরের আগামনে,
টেবিলের ওপর রাখা
গোলাপের পাপড়ি ঝরল;
নতুন গোলাপের তাজা
গন্ধে ঘর সুশোভিত হল।
নদীর তরঙ্গের মত ওঠাপড়ায়
ভরা ছিল পুরোনো দিন,
নতুন বছর হোক নতুন রঙে রঙিন
আকাশে বাজুক মধু সঙ্গীতের বীণ
সঙ্কীর্ণ মানসিকতা হোক শূন্যে বিলীন।
অনন্ত ভ্রাতৃত্ব বিরাজ করবে
দুঃখে সুখে সবে ভালোবাসবে।
ওগো নতুন বর্ষ এসো সুখের
সম্ভার নিয়ে
শেষ হোক দুঃখের দিন
পুরোনো বোঝা‌ লয়ে,
জাগুক মানব মানবতার ধর্ম লয়ে
এক হোক পৃথিবীর মানুষ
বিভেদ ভুলে গিয়ে।
নববর্ষ আসবে তুমি
সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে,
পূজবে তোমায় সকল মানুষ
যুদ্ধ বিবাদ ভুলে গিয়ে।