জীবনের যাত্রা পথে
যে হারিয়ে যায়
সে ত আর ফিরে আসে না,
ফূল ফোটে সুরভি দেয়
লোক মুগ্ধ হয়
কিন্তু ঝরা পাতা বসন্তের হাওয়ায়
আর জীবন্ত হয় না।
দিন আসে রাত যায়
লোকে মিলনসার হয়
কিন্তু যে চলে যায়
অনেক লোকের ভিড়েও
তাকে পাওয়া যায় না।
সময় চলে যায়
তাকে থামান যায় না
যে চলে যায় তার নাম ধরে
জীবন ভর ডাকলেও
সে ত ফিরে আসে না।
নদী চলে যায় সমুখ পানে
পিছন থেকে ডাকলেও
ফিরে আসে না।
যে চলে গেছে সব ছেড়ে
যতোই ডাকি তারে
রুদ্র তাকে ফিরিয়ে দেয় না।