আনিলাম
এক নতুন নাম
ধরণীতে
তোমাদের সরণীতে।
আমি আগন্তুক
আমি জনসমুদ্রের প্রচণ্ড কৌতুক ;
খোল দ্বার
বার্তা আনিয়াছি বাধাতার।
যখন দানব এসে
নিরীহ মানুষের টুঁটি
চেপে ধরে ;
যখন ধর্ষিতা মা আমার
হাহাকার করে
মানবের অন্তরাত্মা রোদন করে
তখন আকাশের ভালে
দুর্গতি নাশিনীর আবির্ভাব হয়।
এসো মা দূর্গা দশহস্তে
অস্ত্র ধারণ করি
দশ দিক আলো করি
দ্বখণ্ডিত হোক মহিষাসুর মহাবলী।
দেবতারা পুষ্প বৃষ্টি করবে
ধরিত্রী পাপমুক্ত হবে
আমাদের আনন্দ
দশদিক উদ্ভাসিত করবে।