দেখেছিলাম তুমি এসেছিলে
পায়েলের ঝঙ্কার বাজিয়ে
ফুলের গন্ধ ছড়িয়ে
নিবু নিবু আলোতে
সুন্দর মুস্কান নিয়ে।
এসেছিলে ভালোবাসার
দিন গুলোর মত
সেই উজ্জল দিনের পুরোনো স্মৃতির মতো।
তাই তোমায় আদর করতে চাইলাম
দু হাত বাড়িয়ে এগিয়ে গেলাম।
কিন্তু তোমায় পেলাম না
কি হল বুঝতে পারলাম না।
চার দেয়ালে বন্দি আমি
আ্ঁখি খুললাম;
অন্ধকারে ছিলাম আমি
স্বপ্ন দেখেছিলাম।
সে স্বপ্ন ছিল নানান রঙে ভরানো
প্রজাপতির সাত রঙে সাজানো
সে যে এসেছিল আমার ঘুম ভাঙানো।
সে স্বপ্ন আমায় কাঁদিয়ে গেল
পুরোনো স্মৃতি জাগিয়ে দিল।