জানি আমি জানি
বিশ্বনিখিল নিত্য তোমার
পূজে রাঙা পা দুখানি।
এসো মাগো এবার সময় হল
বিশ্ব জুড়ে সংহার শুরু হল;
কাঁদছে সর্বজন কাঁদছে বিশ্বমাতা
কর ত্রাণ মাগো তুমিই পরিত্রাতা;
দাপিয়ে বেড়াচ্ছে অসুর
যথা তথা।
তাই এবার এসো মাগো
ধ্বংসের হাত থেকে রক্ষা কর।
নতুন অস্ত্র মিসাইল এল
সাবমেরিণ দিয়ে যুদ্ধজাহাজ
ধ্বংস করল;
তাই মা তোমার আসার
সময় হল
দৈবশক্তি দিয়ে বাঁচানোর
সময় হল।