আমার সব আনন্দ
বদলে গেল চরম বেদনায়;
যারা সঙ্গী ছিল চলে গেল
কাঁদি সঙ্গীহীনতায়।
প্রতিদিন ওঠে নতুন সূর্য
আকাশ পটে জ্বলে ;
পুরোনো দিনের মায়ামোহ
সব কেন গেল টুটে।
ধু ধু করে পৃথ্বী জ্বলে
সিগ্ধতা কোথাও নাই,
গগন তলে মরভূমি
জলের দেখা নাই।
শ্যামল সবুজ এই ধরণী
আনন্দধাম ছিল ;
জীবন তরী চলত স্রোতে
হলো টলমলো।
দুঃখের বাণে ঢেউ উঠেছে
সান্ত্বনা দেবে কে;
জ্বলবে নিভবে প্রদীপশিখা
সঙ্গীরা গেছে চলে।
জীবনটা কত বদলে গেল
প্রেম ভালোবাসা নাই
আগে ছিল অনেক আশা
নিরাশায় ভাসি তাই।
কোথায় গেল ওরা সবাই
একেলা আমি পরিশ্রান্ত
বেসাহারা হয়ে চলি
এখন অত্যন্ত ক্লান্ত।
।