নিশুতি রাতে জেগে আছি
ঘুম কেন আসে না
আঁধার আকাশ ডেকে বলে
সংসারে সবাই একা হয় না।
ঝিঁ ঝিঁ পোকা ডেকেই চলে
স্বস্তি কেন হয় না ;
প্রেমের বাঁধনে বাঁধা আছে
প্রেমীর দেখা পায় না।
মাঝে মাঝে হুতোম প্যাঁচা
ডেকে যায়
কোথায় যায় বলে না।
শিউরে ওঠা অন্ধকারে
ছায়া ছায়া কায়া দেখা দেয়
তবে কি ওরা ভূতের স্বরূপ
বুঝতে পারা দায়।
হঠাৎ আওয়াজ করে
কোথায় বোমা ফাটল
অনেক দূর পর্যন্ত শোনা যায়।
শুনেছি ওই আওয়াজ করে
ওরা পাথর ফাটায়।
এমনি করে রাত জেগে
যেন ঘুম এসে যায়
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
নিদ্রা ভঙ্গ না হয়।