একের মন্ত্রে এস দেশবাসী
        ভারতমাতার ডাকে,
শত্রু এসেছে সীমান্তে
        রণসজ্জার সাজে।
তাই এস সবে কর্মযজ্ঞে
        এস নবীন উৎসাহ,
রুদ্রদেবের করব পূজা
         অযুত বল লভে।
তপস‍্যাবলে নতুন অস্ত্র পেয়ে
          নতুন কৌশল পাব
নতুন উদ‍্যমে লড়ব মোরা
           শত্রু ভয়ে পালাবে।
তাই এস সবে একের মন্ত্রে
            শঙ্খ নাদ করে,
রণদামামা বাজিয়ে এস
            এস যুদ্ধ সাজে।
পরাধীনতার গ্লানি মোদের
             স্মরণে আছে,
ঝেড়ে ফেলে দিয়ে আত্মগ্লানি
              এস বীর সাজে।
ধর্মাধর্ম জাতপাত ভুলে শোনো
               একের ডাক,
বহু ভাষাভাষী উঁচনীচ ভেদ
               দূরে চলে যাক।
ত্বরা করি এস মায়ের ডাকে
                একতার বর্ম পরে ;
মৃত্যুরে করি না ভয়
                বিজয়ের সন্ধানে।