দেশমাতৃকার নামে শপথ করে
একসাথে সবে চল;
ধর্মের নামে বিবাদ করে
ভালো হবে না কর্মফল।
বিশ্বের বাজারে মাথা উঁচু করে
সবাই আমরা বলব
ধর্ম নয় কর্ম দিয়ে বিশ্ব জয় করব।
ধর্মের নামে বিবাদ ঘনায়
কর্ম তোমাকে প্রাধান্য দেয়
অন্যের ওপর ধর্ম চাপিয়ে
মনুষ্যত্বের অপমান করে
বিশ্বের বিশ্বাস হারিয়ে
খুনোখুনি আর অনৈতিক কাজ করে
দশকে ধোঁকা দিয়ে
কিছু লাভ হবে না ভাই।
দেশ দরিদ্র থেকে দরিদ্রতর হবে
খাদ্য দ্রব্যের অভাব হবে
পুত্র কন্যার শিক্ষা নষ্ট হবে
এসব কি ভাববে না
উন্নতির পথে কি চলবে না?