উৎসব এসে গেছে
চারিদিকে আলোর
জ্বালাপোড়া ;
যেন পাশেই অন্ধকারের
ডাক এসে গেছে
দুনিয়া ছন্নছাড়া।
অন্ন নাই বস্ত্র নাই
এঁটোও পাওয়া যায় না ;
ডাস্টবিন থেকে খাবার চুনে
রোজ শুধু বেঁচে থাকা।
উৎসব এসে গেছে
হোটেলে হোটেলে পার্টি হচ্ছে
উচ্ছিষ্ট দিয়ে ডাস্টবিন ভরে যায় ;
খাবার জোগাড় শুধু ঐটুকু
তবু বাঁচার আশা জোগায়।
উৎসবের দিনে লোকে
ভালো জামাকাপড় পরে
ভালো খাবার খেতে চায় ;
আমাদের ওরা ঘৃণার চোখে দেখে
আমরা সর্বহারা তাই।
শুনেছি অনেক টাকা খরচ করে
ভারত চাঁদে পৌঁছে গেছে
দুর্ধর্ষ সাহসিকতায়;
এখন সূর্যে যাবার পরিকল্পনা করছে
প্রচুর টাকা করছে ব্যয়।
আর আমরা? আমরা
অন্ন বস্ত্র লহ্মীছাড়া
বাঁচবার নাই উপায়।