রণবাদ‍্য বাজছে দিকে দিকে ধরণীতে
পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে
যুদ্ধবাজদের অভিসন্ধিতে।
লক্ষ লোকের মরণ হলো
লক্ষ পরিবার ছন্নছাড়া হলো
তবুও এ যুদ্ধের শেষ হলো না
অনাহার বুভুক্ষুদের সংখ্যা
বাড়তেই থাক
সুরাহা কিছু হলো না।
তাই এসো মা দূর্গা দুর্গতিনাশিনী
দশ হস্তে দৈব শক্তি লয়ে
অসুরবিনাশিনী মা দূর্গে;
এসো রণসাজে মাতঙ্গিনী রূপে
এ যুদ্ধের করো অবসান
সিংহের বজ্রনিনাদে
আসুক তোমার দৈবচক্র
দৈত্যকুলের ভাগ্য করতে ধ্বংস
দিকে দিকে ছড়ানো হিংসা
দ্বেষের বার্তা কর নির্মূল।
প্রেম দিয়ে ভক্তি দিয়ে
সদ্ভাব স্থাপিত করে
অসন্তোষের দৈত্যরাজকে
দ্বিখণ্ডিত করে
নতুন জীবনের সূত্রপাত কর।