আমি এক দুরন্ত ঝড়
প্রলয়ের সাথে থাকি
জীবনের রিপু ধ্বংস করে
ধর্মের ধ্বজা রাখি।
প্রবল শক্তি গ্ৰাস করতে চায়
দুর্বল শক্তি পেলে;
কষ্টে যাদের জীবন কাটে
তারা মরে ভয়ে ত্রাসে।
জীবনে এলে ঘোর অনর্থ
আমি হাত বাড়াই;
আসবে কখন শান্তির দূত
তারি মুখ চেয়ে রই।
বিজ্ঞানকে সাথী করে
ঔষধ আবিষ্কার করি
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি
মৃত্যুর গহ্বর থেকে ফিরে আসি।
রুদ্র যখন প্রলয় রূপে তাণ্ডব করে
আমার বানে শান্তি আনে
শান্তির খোঁজে ফেরে।
সুপারনোভার কালে যদি
সবই ধ্বংস হয়ে যায়;
অন্য পৃথিবী হাত বাড়াবে
বিজ্ঞানের মহিমায়।
প্রলয় কালের বন্ধু মোদের
হয়তো অন্য গ্ৰহে থাকে;
বিজ্ঞানের খোঁজ অন্তরীক্ষে
যুগ যুগান্তর থেকে।