আমি এক দুরন্ত জীব
ঘুরে বেড়াই মহাকাশে একেলা;
কেউ নেই নেই তার অন্ত
শুধু দৌড়ে চলা।
গা ছমছম অন্ধকারে
আমার যাওয়া আসা;
কোথায় যাব নির্দেশ পাই
বুঝি না তার ভাষা।
তবু চলেছি চলেছি
বিরামের কথা কখনও ভাবিনি
নির্দেশ নেই কিছু ভাববার
আদেশ আছে শুধু চলবার।
চলতে চলতে ক্লান্ত হলে
শরীর বদলেছি;
কিছু দিন পৃথিবীতে কাটিয়ে
আবার চলেছি।
রাগ নেই দ্বেষ নেই
ষড়রিপুর বালাই নেই ;
আমি ত অজর অমর
শরীরের খাঁচায় ঢুকে থাকি
শরীর আমার খোলস
তাই নিয়ে জগতে আসি।