দুঃখের ভাবনা ভাবব না আর
দুঃখ ত সারা জীবন থাকে ;
এসো জীবনটাকে বানাই উৎসব
আনন্দঘন মুখর দিনে।
আসুক নতুন জীবন নিয়ে
রাঙা মন আর উচ্চগ্রামে
বাঁধা দর্শন
আসুক সুন্দর মনোহর
আর ঋষিদের সুবচন।
নিয়ম মতো উৎসব করব
উৎসবের মদিরায় ভেসে যাব;
দুঃখের ভাবনা আসে যদি
ভুলে যাও সব ভুলে যাও;
দুঃখকে করি পদানত
উৎসব করে যাও।
তারপর শেষের এলে
পরে আফসোস থাকবে না
সব পেয়েছির মালা গলায় নিয়ে
মৃত্যুভয় থাকবে না।