দুঃখের আগুনে জ্বলব বলে
সুখের আশায় থেকেছি ;
সুখ সুখ করে খুঁজে খুঁজে
দুঃখের পথ পেয়েছি।
ত্রাণকর্তা ত্রাণ করে না
দুঃখ সে পথ ছিনিয়ে নেয়
সুখের দিন চাইতে চাইতে
দুঃখের সাগর পার হয়ে যায়।
দুঃখ আমাদের পরম বন্ধু
উন্নতির পথ চিনিয়ে দেয়;
উদ‍্যম করে উদ‍্যমীরা
দুঃখের সীমা নাই।
লক্ষ্য জয় করতে গেলে
দুঃখকে গলে লাগাতে হয়
দুঃখের পরীক্ষায় সফল হলে
দুঃখ আনে সুসময়।