চেয়ে দেখ আকাশ পানে
লক্ষ তারার ঝলকানি;
চন্দ্র সূর্য গ্রহ তারা
আগুন জ্বেলেছে
তাদের জ্বলে যাবার
আনন্দখানি।
তাদের গানে
রুদ্র বীণার সুর বাজে;
ধায় যে ওরা
ধাইছে কোথা
কেউ না জানে।
চায় না তারা ফিরে
পিছন পানে
তাদের ছুটে চলাই
আনন্দ যে।
সেই আনন্দে এই ধরাতে
ঋতু বদলায় বসন্ত আসে।