তিলোত্তমারা এখনো ফিস ফিস করে বলছে
কতদিন আর থাকবো মোরা অন্ধকার গহ্বরে,
সূর্য এখনো আগুন ছড়াচ্ছে
প্রলয় এখনো আসবে বলছে,
ভূত প্রেত নাচছে তালে তালে
অন্যায়ের প্রতিবাদ আর কবে হবে?
বিচার চাই বিচার চাই হুঙ্কার দিয়ে বলছে মানুষ
হা হা করে অট্টহাসি হাসছে অমানুষ,
শাহজাহানের লোকেরা ওড়ায় রঙিন ফানুস।
বড়লোকের মাথারা সম্পত্তি গড়ছে
আর অত্যাচারীদের রোমাঞ্চ বাড়ছে।
ঘৃণা করি যারা বড়লোকের সহায়তায় ধর্ষণ করছে
ঘৃণা করি যারা নীরবে সহ্য করছে
ঘৃণা করি যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা করে।
প্রতিবাদ করব বিচার চাইব নিজেদের শক্তিতে
ন্যায়ের লড়াই লড়ব
তিলোত্তমার সাথীদের সঙ্গে।
অন্যায় রাজত্ব চাই না
ধ্বংসহক নিপাত যাক
মিথ্যে তোদের আত্মগরিমা দুনিয়া
দুনিয়র নিপীড়িতাদের
ঐক্য হোক মোদের গর্বের
তার থাকবে না সীমা