দিন চলে যাবে
মাসের পর মাস বদলে যাবে
কতটুকু আর আছে জীবনটা
তাই উৎসবের দিনগুলো
হারায় না যেন মনটা।
যা পাবে মন ভরানো
হারাবে না কখনও ;
তায় নিয়ে হাসি মুখে
হয় যদি মন ভোলানো।
জীবনের পাথেয় করে
রাখব আমি জনম ভরে;
হাসিমুখে ডাকব সবে
আমার সাথে হেসে যা
জীবনটাকে রাঙিয়ে যা।
হয়ত জীবন হবে ক্ষণস্থায়ী
সেই ঘণ্টাগুলো উৎসবে মাতি
মরণ এলে কাছে
আফসোস থাকবে না।