ধিক ধিক ধিক্কার
ধিক প্রশাসন আর
তাদের মদতগার।
ধিক জনতা যারা
এখনো প্রতিবাদ করেনি;
ধিক নেতারা যারা
এখনো দলাদলি ছাড়েনি।
অনেকে মিলে অসহায়
নারীকে খুন ধর্ষণ করল
প্রতিবাদে জ্বলছে সারা দেশ
আগুন লাগল।
সে আগুনে প্রশাসনের
মুখ পুড়ছে
তবুও তাদের লজ্জা নাই
ধামাচাপা দেবার চেষ্টা চলছে।