ঝড়ের বেগে ভাঙল মোর
মনের দুয়ার গুলি;
বন্ধ ছিল মনের গলি
জাত পাত আর অন্ধ
বিদ্বেষের ছড়াছড়ি।
মানবধর্ম সবার বড়
ধর্মান্ধরা তাকে করল পদদলি;
তাই গ্লানিতে ভরে ছিল মন
মনে থাকতো দলাদলি।
সেই রাতের ঝড়ে যখন
সবার বাড়ির ছাদ উড়ে গেল
প্রবল বৃষ্টি সর্বনাশ করল
কাল এসে ছেয়ে গেল;
মানব ধর্ম উঠল জেগে
মানুষ মানুষকে সাহায্য করল
ধর্মান্ধতার হল বলি
কর্মযোগ প্রমান করল
ধর্মান্ধতা দেয় নরবলি
মানবধর্মে সবাইকে নিয়ে চলি।