এসো সবে ডাক দিয়ে যাই
মানুষের অন্তরাত্মা কেঁদে বলে
নাই ধর্ম নাই;
ধর্মের নামে বাড়াবাড়ি করে
অধর্ম ডাকে ভাই।
মানুষ মানুষকে খুন করে
ধর্মে উদারতা নাই;
একে অপরকে সহ্য করে না
সম্প্রদায় ‌হ ওয়া চাই।
মিথ্যে তোদের সাম্প্রদায়িকতা
মানব ধর্মের বড় নাই
"সবার ওপরে মানব সত্য
তাহার ওপরে নাই।
হিন্দু মুসলমান এক হয়ে এসো
হিংসামুক্ত সমাজ বানাই;
সে সমাজে সবে
একতা বানাবে
পাপীদের স্থান নাই।
ধর্ম?যে মত ধারণ করলে
আদর্শবাদী হয় তাকেই ধর্ম বলে।
এতে হিংসার স্থান নাই
বিভাজনকারী নিম্নগামী মতের
জায়গা নাই।
পোশাক বদলে নিম্নস্তরের কথা
যারা বলে তাদের জায়গা নাই;
উঠ জাগো মানব হিংসা দ্বেষ
দূরে রেখে সত্যকে পাওয়া চাই।