বিশ্ব যখন পাপে মগন
গগন ভরা অন্ধকার;
এসো রুদ্র অগ্নি বীণা লয়ে
তোল অস্ত্রের ঝঙ্কার।
জ্বলুক আগুন দিকে দিকে
হোক পাপের সংস্কার
হি়ংসা দ্বেষ দূর হবে
হোক পতিত উদ্ধার।
ভাঙ ভাঙ ভাঙ
পাপের রুদ্ধ দ্বার
আলোর বন্যা বইয়ে দাও
শিক্ষা জগত বদলে দিয়ে
আধুনিক শিক্ষায় শিক্ষা দাও।
নতুন জগতে নতুন আলোয়
ভরে উঠুক এই ভুবন
সচ্চিন্তা সদ্বুদ্ধি করবে
আলো আমার ভুবন।
মাভৈঃ মাভৈঃ ডাকছে ভোলা
চূর্ণ কর পাপের রাজ্য চূর্ণ কর
অশান্তি বর্জন করে
যুদ্ধ বিবাদের শেষ করে
ধর্মরাজ্য স্থাপন করে
সকলের কল্যাণ কর।