তোরা সব ধর্ম বলিস অধর্ম করিস
এ কেমন তোদের ছলনা;
ধর্ম এক আদর্শ পথ
নয়কো কোনো প্রবঞ্চনা।
দেখ তোরা দৃষ্টি মেলে
আদর্শ পথে চলতে গেলে
ধর্মের পুঁজি পেলে
রবে নাক ভয়ভাবনা।
হিংসা কামনা ছেড়ে দিয়েক্ষক্ত
ষড়রিপুর দাস না হলে
জীবনে শান্তি পাবি
পথে পাবি প্রেরণা।
তখন ধর্মের বাণী অমর হবে
শান্তি বারি পড়বে ঝরে
মনের ক্ষোভ থাকবে না।
শাসন শোষণ করলে তখন
দয়া ধর্ম  ভুলবে না মন
করুণাধারায় সিঞ্চিত হবে
খুশি হবে সবার ভুবন।