রক্তাক্ত ধরণী এই নির্বাচনী যুদ্ধে
পূব পশ্চিম উত্তর দক্ষিণ
চায় যে সবাই নির্বাচনে জিততে।
তাই পাপ পূণ্যের ধার ধারে না
নতুন যুদ্ধের পরোয়া করে না ;
মরছে মানুষ চোরাগুপ্তা
পুলিশ F.I.R. করে না।
ধর্মযুদ্ধ বলছে সবাই
অধর্ম গোপন রেখে
একে অপরকে দূষছে যে ভাই
নিজেরটা তুলে রেখে।
এ যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
যুদ্ধ ছাড়া কথা নেই
ভগবানের চক্রে;
জিতবে সবাই ভাবে তাই
হারার কথা কেউ বলে না ;
সিংহাসন ত সবার চাই
স্বপ্নেও অন্য কথা বলে না।