ঝকঝক ঝকঝক
চলছে গাড়ি শাসনতন্ত্র;
ইন্ধন ত সহজলভ্য
ট্যাক্সের দ্বারা ভরবে অঙ্ক
নিরীহ মানুষ বুঝতেই পারবে না
এতো সব জটিল অঙ্ক।
তাতেও হয়ত পেট ভরবে না
তখন বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগাবে না?
কত আইটেম আছে
পেট্রোল ডিজেল সোনা।
রেশনমন্ত্রী রেশন দেখে
কত কনট্রোল করে;
হাজার কোটির তোড়া পায়
কুর্সিতে হেলে দুলে।
তাদের আবার আছে এজেন্ট দালাল
তারাই বা কি করে
হাজার কোটির মালিক তারাও
কৃপাসিন্ধুর বরে।
এমনি ত অনেক রয়েছে
যেমন অর্থমন্ত্রী
কোটি কোটি টাকা ঘরে রাখে
উর্বশী তার সঙ্গী।
আরও ত অনেক আছে
অনেক বিভাগের যন্ত্রী
তাই ত তারা ফ্রেন্ড রেখেছে
বিনোদনের সঙ্গী।