আমার চাওয়া অনেক পাওয়া
দেশের স্বাধীন হওয়া
নিরাশার মেঘ কেটে যাওয়া
শিখরে যাওয়ার স্বপ্ন পাওয়া।
জীবনে জীবনে মহামিলন হোক
সখ্যতার বাঁধনে সবাই সখ্য হোক ;
যদি নিরাশায় মন ভরে যায়
সোজা পথে মোর দৃষ্টি লুকায়
দিব‍্যদৃষ্টি আনো শত্রু চেনায়
জেতার লক্ষ্য যেন পূরণ হয়।
দেশে দেশে মোর হোক পরিচয়
ভেদাভেদ ভুলি যেন সবে ঐক্যবদ্ধ হয় ;
ধর্মেধর্মে কোনো ভেদ নাই
মানবধর্মের পরিবর্ত নাই
হিংসা দ্বেষ দূর করে তাই
জাতপাতের বড়াই করি না।
জন্ম আছে মৃত্যু আছে
তারই মাঝে জীবন আছে
সে জীবন যেন অনাদরে
নষ্ট হয়ে যায় না
এই আমার কামনা।