সুন্দর স্বপ্ন দেখব না
আঁধারের পথে যাব না,
স্বপ্ন মিথ্যে আঁধার মিথ্যে
দিবস কখনও রাতের আঁধারে
মিশে যাবে না।
তবুও স্বপ্ন আসে
আসে কখনও দীর্ঘশ্বাসে
কখনও সুমধুর সঙ্গীতে
বাস্তব তার সঙ্গত করে না;
স্বপ্ন চূর হলে
থাকে শুধু বেদনা।
তাই স্বপ্ন দেখব না
দুঃখের দিনে স্বপ্ন দেখে
স্বর্ণ মৃগ নিয়ে ভাবব না।
তবুও স্বপ্নের দরকার আছে
জীবনের দুঃখশালায়
জীবনের অনুরাগে।
মিষ্টি স্বপ্ন জীবনে মিষ্টি আশা আনে
কিছু আবার ভয়ংকর স্বপ্ন আনে।
সুন্দর স্বপ্ন উদ‍্যমীদের
নতুন পথ দেখায়;
হতাশায় আশা এনে দেয়
জীবনের পথে এগিয়ে
যাবার রাস্তা দেখায়।