আমি দরিদ্র ঘর বাড়ি কিছু নাই
আছে শুধু এক বুক জ্বালা;
সপরিবারে অভুক্ত থাকি
যেদিন অন্ন জোটে না।
বিধাতার অভিশাপে
অঙ্গে ফাটা বস্ত্র জোটে না ;
জীবনে আমি ক্লান্ত শ্রান্ত
চরণ আমার চলে না।
তোমরা আছ সুখে স্বচ্ছন্দে
আমাদের কথা জান না,
অন্ন পথ‍্যের সংস্থা নাই
মরণ আমাদের চেনে না।
যখন দারিদ্র্যের জ্বালা
বুকের জ্বালা হয়ে ফাটবে;
যখন হতাশকণ্ঠ তেজোদৃপ্ত হবে
বলবে এক পিতার সন্তান মোরা
তোমরা আমার ভাই;
অন্ন বস্ত্রে তোমাদের যত অধিকার
আমাদেরও তাই চাই ;
তখন সেই বজ্রঘোষে রদ্রবীণ বাজবে
কেড়ে নেবে তারা অন্ন বস্ত্রের ভাগ
হয়ত বিদ্রোহের আগুন জ্বলবে।;