দানবসৈন্য স্বর্গ জয় করে
মর্তের পানে ধেয়েছে;
অত্যাচারী ওরা
প্রচণ্ড অত্যাচার করছে।
মানুষের ধন লুট করে
ওরা অনেক ধনী হয়েছে ;
মা বোনেদের ইজ্জত লুট করে
ওরা গর্বিত হয়েছে।
চাবুকের মারে নিরীহ মানুষ
শ্রমদাস হয়েছে ;
ঘরে ঘরে হাহাকার ওঠে
লোকে অর্ধভুক্ত থেকেছে।
তাই দেবতা মানুষ একজোট হয়ে
মা দূর্গারে ডেকেছে ;
দশদিন যুদ্ধের পরে
মহিষাসুর বধ হয়েছে।
কিন্তু অসুররক্ত হাওয়ায় ভেসে ভেসে
হাজার অসুর সৃষ্টি করেছে
অত্যাচার মুক্ত হয়নি পৃথিবী
ডাক এসেছে একসাথে চলার।