আমার দৈন্যখানি লুকিয়ে রাখি
সবার আড়ালে;
ছায়ার কোনে দাঁড়িয়ে থাকি
কেউ না জিজ্ঞাসে।
ওরা ধায় দ্রুতপায়ে
আমায় দেখেও দেখে না
মিথ্যে আমি ভয়ে মরি
সবাই জানাশোনা।
বিবেক বলে লজ্জা কি রে
দৈন্যখানি শুধরে নিয়ে
উচ্চ শিরে চলতে হবে
দৈন্যতা যা থাকবে না
স্বর্গ হতে আসবে আশীষ
বিসর্জন হবে না।