মাভৈঃ মাভৈঃ ডাকছে ভোলা
চূর্ণ কর রে চূর্ণ কর;
মৃত্যু এসে ধরলে ঘিরে
জয়ের ভাবনায় ভয় করবি না রে
বিজয় নিশান উড়িয়ে তোরা
চূণ কর তোরা চূর্ণ কর।
মিথ্যে শাসক মিথ্যে শোষণ
সত্যির জন্য কর প্রাণপণে রণ
ধ্বংস কর ওদের মিথ্যে কথন;
ধ্বংসের পরে গড়বে নতুন
থাকবে না সেথায় আত্মশ্লাঘা
আত্ম অভিমান
নতুন করে গড়বে ভুবন
পাপের স্থান হবে না রে।
তখন শোষণ মহাজন
থাকবে না রে
সকল কুপ্রবৃত্তি ধ্বংস করে
ভোলার ডাক আসবে।