হাজার কোটি করেছ চুরি
দেশের বড়ো নেতা তুমি ;
দেশের ভালো লক্ষ্য তোমার
কাজ করছ দিবস যামি।
লোক জুটিয়ে সভা কর
বোঝে সবাই কত বড়
তোমার দেশে টাকা রাখার জায়গা নাই
তাই বিদেশে রাখার ব্যবস্থা কর।°
কল কারখানা বানাবার ইচ্ছে কর
টাকা তোমাকে দেয় না কেউ
কি করে বানাবে বল।
দেশের ভালো করতে গিয়ে
ওরা নিজের ভালো করেছে;
কলকারখানা কি করে তৈরী হবে
বিদেশীরা শুধু নাটক করেছে।