মায়াময় ঐ চোখের ভাষা
কেন বুঝিনি ;
যখন ছিলে তুমি
কেন ভালোবাসিনি।
ভালোবাসার মানে
কখনও বুঝিনি ;
তুমি চলে যাবার পর
এখনো বুঝতে পারিনি।
যেদিন আকাশে উঠল রামধনু
অল্প বৃষ্টির পড়ন্ত বেলাতে;
তুমি আমি ভেজেছিলাম
নেচেছিলাম ঐ বৃষ্টিতে।
তখন কেউ ছিল না
তখনও বুঝিনি
ভালো লেগেছে তাও বলিনি।
তুমি গাইতে
আমি মিথ্যে তাল মেলাতাম;
আকাশে তারাগুলো দেখতে
আমি চিনিয়ে দিতাম।
একদিন রাতের বেলায়
ধূমকেতু এল
আমরা টেলিস্কোপ দিয়ে দেখলাম।
তোমার ভালো লেগেছিল
আমিও ভালো করে দেখলাম।
কিন্তু ভালোবাসি একথা মনে হয়নি
তোমার মন কি বলে জানিনি।
আজ তুমি নেই
কেন জানিনা যেন মনে হয়
কেউ নেই যে ভালোবাসত
সে ত আজ আর নেই।